দেশ

সিএএ ও এনআরসি আন্দোলনকে ঠেকাতে দিল্লিতে ন্যাশনাল সিকিউরিটি আইন(এনএসএ)

দিল্লির পুলিশ কমিশনারকে প্রশাসনের তরফে আজ মধ্যরাত থেকে বিতর্কিত ন্যাশনাল সিকিউরিটি আইন (এনএসএ) কার্যকর করার বিশেষ ক্ষমতা দেওয়ায় প্রবল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল রাতেই দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজাল ওই নির্দেশিকা জারি করেন। তারপর থেকেই আশঙ্কা ছড়িয়ে পড়ে দিল্লিতে এবার কোনওরকম সরকার বিরোধী আন্দোলন দেখলেই যথেচ্ছ ধরপাকড় শুরু হয়ে যাবে। ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট অনুযায়ী যে কোনও অভিযুক্ত অথবা সন্দেহভাজনকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করে চার্জশিট না দিয়েই অন্তত একবছর কারাবন্দি রাখা যাবে। ওই গ্রেপ্তার হওয়া ব্যক্তি কোনও আইনজীবী নিয়োগ করতে পারবে না। তবে হাইকোর্টে আবেদন করতে পারবে। কাউকে গ্রেপ্তার করা হলে ৯০ দিনের মধ্যে চার্জশিট দেওয়ার যে নিয়ম, তা এক্ষেত্রে প্রযোজ্য হবে না। হঠাৎ করে বিধানসভা ভোটের ঠিক আগে দিল্লিতে কেন এই ‘কালা আইন’ বলবৎ করা হচ্ছে? এই প্রশ্ন যেমন উঠছে, তেমনই বিরোধী দল আশঙ্কা প্রকাশ করেছে, স্বৈরতন্ত্রের পদধ্বনিও শোনা যাচ্ছে মোদি সরকারের আমলে। দিল্লি থেকে শুরু। এরপর গোটা দেশে। যদিও দিল্লি পুলিশ বলেছে, এটা রুটিন প্রক্রিয়া। প্রত্যেক তিন মাস অন্তর এই আইন রিনিউ করা হয়। গত ১৪ জানুয়ারি অন্ধ্রপ্রদেশেও রিনিউ করা হয়েছে। দিল্লিতেও হয়েছে গত জুলাই ও অক্টোবর মাসে। বিরোধীদের অভিযোগ, সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে লাগাতার আন্দোলন, বিক্ষোভ, অবস্থান চলছে দিল্লির জামিয়া বিশ্ববিদ্যালয় অথবা শাহিনবাগে। সেই আন্দোলন স্তিমিত হওয়ার কোনও লক্ষণও নেই, তাই মোদি সরকার এভাবে সন্ত্রাসের পরিবেশ ফিরিয়ে আনতে চা‌ই঩ছে ‘কালা আইনে’র মাধ্যমে। শনিবার কলকাতায় প্রাক্তন স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রী পি চিদম্বরম বলেছেন, এই আইন দিল্লিতে কার্যকর করার অর্থ হল সরকার বিরোধীদের ভীত সন্ত্রস্ত করতে চায়। আইনটি ব্রিটিশদের আনা রাউলাট আইনের মতো। হঠাৎ কী এমন হল যে এই আইন প্রয়োগের অধিকার দিতে হল দিল্লির পুলিশ কমিশনারকে? ঠিক দিল্লি বিধানসভা ভোটের আগে কেন? কেনই বা এনআরসি বিরোধী আন্দোলনের মধ্যেই এমন কড়া পদক্ষেপ? তবে, বিরোধীদের তোলা এই অভিযোগ উড়িয়ে দিয়ে দিল্লি পুলিশ আজ এক বিবৃতিতে বলেছে, ন্যাশনাল সিকিউরিটি আইন রিনিউ করা হয়েছে মাত্র। এটা নতুন কিছু নয়। একবার নির্দেশিকা জারির পর সেটা চালিয়ে যেতে হলে প্রত্যেক তিন মাস অন্তর রিনিউ করতে হয়। এই কারণে গত ১০ জানুয়ারি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ১৯ জানুয়ারি থেকে ১৮ এপ্রিল সময়সীমায় পুলিশ কমিশনার ও জেলাশাসকদের এই অধিকার প্রদান করা হল। যদি তাঁরা মনে করেন আইনশৃঙ্খলা রক্ষায় এই আইন কার্যকর করার দরকার আছে তা হলে তাঁরা সেই অনুযায়ী পদক্ষেপ করতে পারেন। এর আগেও বহুবার এই একই আইন বলবৎ করা হয়েছে এবং রিনিউ করা হয়েছে।

ফাইল চিত্র।