কলকাতা

সিএএ ও এনআরসি বাতিল করুন, মোদিকে চিঠি কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্মী সংগঠনের

কলকাতাঃ সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসি প্রত্যাহারের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্মী সংগঠন। ক্যালকাটা ইউনিভার্সিটি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের তরফে এই চিঠি দেওয়া হয়েছে। এই দুই ইস্যুতে আগামী ৩০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে একটি প্রতিবাদ সভাও করবেন ওই সংগঠনের সদস্যরা। চিঠিতে বলা হয়েছে, এই এনআরসি এবং সিএএ’র ফলে সব নাগরিক বিপদের মুখে পড়ে যাবেন। দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে আর্থিক মন্দার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে। চাকরির বাজারও খারাপ। তাই কেন্দ্রীয় সরকার এ সবের প্রতি বাড়তি গুরুত্ব দিয়ে এনআরসি বা সিএএ-এর মতো বিভাজনমূলক আইন প্রত্যাহার করে নিক। এমন আইনের মাধ্যমে সমস্যা বাড়বে, কমবে না। পরিস্থিতি আরও জটিল এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই, যত দ্রুত সম্ভব এই আইন বাতিল করতে হবে।

প্রতীকী ছবি।