সিএএ ও এসআরসি নিয়ে উত্তাল গোটা দেশ। যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশে বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। অন্তত ৬০ জন আন্দোলনকারীকে জেলে ঢুকিয়ে দিয়েছে যোগী সরকার। যার জেরে বিক্ষোভ আরও চরম আকার ধারণ করতে পারে। এই আশঙ্কায় রাজ্যের এক তৃতীয়াংশ জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, রাজ্যের ৭৫ জেলার মধ্যে ২১ জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। শুক্রবার জুম্মাবারের বিশেষ নমাজের পর হিংসা ছড়াতে পারে। এই আশঙ্কা করছে উত্তরপ্রদেশ সরকার। তাই আগেভাগেই ২১ জেলার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। রাজ্য পুলিশের ডিজি ওপি সিং বলেছেন, ‘আইনশৃঙ্খলা এখন নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। তবে বিক্ষোভ থামাতে বিশেষ বাহিনী প্রস্তুত রয়েছে। ২১ জেলার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি বুঝে স্বাভাবিক করা হবে ইন্টারনেট পরিষেবা।’ আগেই বিজনৌর, বুলন্দশহর, মুজফ্ফরনগর, মেরঠ, আগ্রা, ফিরোজাবাদ, সম্ভল, আলিগড়, গাজিয়াবাদ, রামপুর, সীতাপুর ও কানপুরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। লখনউতে গত সপ্তাহে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হলেও সেখানে ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক রয়েছে। জানা গেছে আগ্রায় শুক্রবার সকাল আটটা থেকে সন্ধে ৬টা পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। পুলিশের তরফে সোশ্যাল সাইটে কড়া নজরদারি রাখা হচ্ছে।

