সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে এবার সরব হলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেন। গতকাল বেঙ্গালুরুতে ইনফোসিস সায়েন্স ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে তিনি বলেন, ‘সংশোধিত নাগরিকত্ব আইন হল ভারতের সংবিধানের মূল কাঠামোর পরিপন্থী। তাই আমি মনে করি, আইনটি বাতিল করতে অবিলম্বে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করা উচিত।’ সেই সঙ্গে মুখ খুলেছেন জেএনইউ কাণ্ড নিয়েও। সেন বলেছেন, ‘অত্যন্ত নিন্দনীয় ঘটনা। তবে ক্যাম্পাসের ভিতর বহিরগতদের প্রবেশ ঠেকাতে আগাম ব্যবস্থা নেওয়া উচিত ছিল জেএনইউ কর্তৃপক্ষের।’ ইনফোসিসের ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন অমর্ত্য সেন। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিএএ ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। ইতিহাস টেনে তিনি এও বলেছেন, ‘কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলিতে সুদীর্ঘ আলোচনার পর নাগরিকত্বের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেখানেই ঠিক হয়েছিল ধর্মীয় ভেদাভেদের ভিত্তিতে নাগরিকত্ব ঠিক করা গ্রহণযোগ্য হবে না। এখন সংশোধিত নাগরিকত্ব আইনে সেটাই করা হয়েছে।’ এই আইনে মানুষের মৌলিক অধিকার লঙ্ঘিত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ


