কলকাতাঃ নারদকাণ্ডে সিবিআইয়ের তলব পেয়ে নিজাম প্যালেসে হাজির হলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। জানা গিয়েছে, তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য়ই তাঁকে ডাকা হয়েছে। নারদ ভিডিওতে যাঁদের দেখা গিয়েছিল, তাঁদের মধ্যে সুব্রতবাবুও রয়েছেন। এদিনই হাজিরা দেন পুলিশকর্তা এসএম এইচ মির্জাও। তাঁকে এর আগে সিবিআই দফতরে চারবার ডাকা হয়েছিল। এর আগে তৃণমূল সাংসদ প্রসূন বন্দোপাধ্যায়েরও কণ্ঠস্বরের নমুনা নেওয়া হয়েছে। সেদিন শোভন চট্টোপাধ্যায়কে ডাকা হলেও তিনি যাননি। তিনি জানিয়েছেন, ১০ সেপ্টেম্বরের আগে তিনি যেতে পারবেন না। অপরূপা পোদ্দার, কাকলি ঘোষ দস্তিদারেরও এদিনই হাজিরা দেওয়ার কথা। এখনও আসেননি শুভেন্দু অধিকারী, ইকবাল আহমেদ, সৌগত রায়, মদন মিত্র।