দেশ

সিয়াচেনে বরফের তলায় আটকে একাধিক ভারতীয় জওয়ান, চলছে উদ্ধারকাজ

সিয়াচেনে প্রায় ১৮ হাজার ফুট উচ্চতায় বরফের তলায় আটকে একাধিক জওয়ান। সোমবার দুপুর সাড়ে ৩টে নাগাদ এই ঘটনা ঘটেছে। সূত্রে খবর, সিয়াচেনের নর্দার্ন গ্লেসিয়ারে ধস নেমেছে। যার জেরে আটকে পড়েন জওয়ানরা। জানা গিয়েছে, ওইসময় ওই এলাকায় প্যাট্রলিংয়ে নিযুক্ত ছিল সেনা জওয়ানরা। ৮ জন সেখানে ছিলেন বলে জানা গেছে। সেইসময়ই ধস নামে। বরফের স্তূপের ভিতর আটকে পড়েন তাঁরা। যুদ্ধকালীন তত্‍পরতায় চলছে উদ্ধারকাজ।