আজ সুরাটের কোচিং সেন্টারে ভয়াবহ আগুনে আতঙ্ক ছড়াল। এখনও পর্যন্ত মোট ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। দুপুর সাড়ে তিনটে নাগাদ সুরাতের সারথানা এলাকায় তক্ষশীলা কমপ্লেক্স নামে একটি কোচিং সেন্টারের উপরের দু’টি তলায় আগুন লাগে । আগুন লাগার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি । ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা । প্রাথমিক উদ্ধারকাজ শুরু করেন স্থানীয়রা । পাঁচতলা বাড়ি থেকে ওভাবে ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়েও অনেকের মৃত্যু হয়েছে বলে খবর আসছে। এটি তক্ষশিলা কমপ্লেক্স বলে উল্লেখ করেছে প্রশাসন। প্রশাসনের তরফে বলা হয়েছে, এখনও পর্যন্ত এলাকায় ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে ১৯টি দমকলের গাড়ি এবং হাইড্রলিক প্ল্যাটফর্ম। এই ঘটনা নিয়ে টুইট করে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি । মৃতদের পরিবার প্রতি 4 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি ।