‘কেউ বলছে আমি একা। ফাঁকা আছি। কেউ বলছে সেক্স করতে চাই।ফোন করুন ৮৮৬৬২৮৮৬৬২।’ টুইটারে আবেদন সুন্দরী মহিলার। ফোন করতেই কেটে গেল। কেউ আবার লিখেছেন, ‘এটা আমার নম্বর ৮৮৬৬২৮৮৬৬২। মিস কল দিন।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নম্বরটি। কার এটি? এটাই সেই নম্বর যাতে মিস কল চেয়ে নাগরিকত্ব সংশোধিত আইনে সমর্থন জোগাড়ে নেমেছে ভারতীয় জনতা পার্টি। শুক্রবার রাজস্থানে জনসভা করেছেন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। এর পাশাপাশি ৮৮৬৬২৮৮৬৬২ নম্বরে মিস কল দিয়ে নাগরিকত্ব সংশোধনী আইনের পক্ষে সমর্থনও চেয়েছে ভারতীয় জনতা পার্টি। ওই নম্বরে মিস কলের সংখ্যা বাড়াতে বিজেপির বিরুদ্ধে উঠেছে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ। তবে কি যৌনতার হাতছানি দিয়ে নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থন কুড়োতে চাইছে কেন্দ্রের মোদি সরকার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি। টুইটারে ট্রেন্ড করছে ছবিগুলো। নেটিজেনদের বক্তব্য, ভুয়ো মহিলাদের অ্যাকাউন্ট তৈরি করে যৌনতার লোভ দেখানো হচ্ছে। তিমতো লোভ দেখিয়ে এখন নাগরিকত্ব সংশোধিত আইনের সমর্থন পেতে হচ্ছে বিজেপিকে। কখনও যৌনতার লোভ। কখনও টাকার লোভ। নেটিজেনরা দেখতে পেয়েই স্ক্রিনশট তুলে ফের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। বিজেপির আইটি সেলের এই কাণ্ড কারখানায় রীতিমতো অবাক নেটিজেনরা। যে এত নিচে নামতে পারে কেন্দ্রীয় সরকার। আর এই কেন্দ্রীয় সরকারই বলছে, নাগরিকত্ব আইন থেকে তারা কোনও মতেই পিছিয়ে আসবে না। আর এই আইনের বিরুদ্ধেই গর্জে উঠেছে গোটা দেশ।




