দেশ

সেনা-বিএসএফের থেকে তথ্য চুরি করত পাকিস্তানি চর, তথ্য প্রকাশে চাঞ্চল্য

জয়পুর: বেশ কিছুদিন ধরেই নজর ছিল এই ব্যক্তির ওপরে৷ অভিযোগ ছিল পাকিস্তানের হয়ে চরবৃত্তির৷ রাজস্থানের বারমেড় থেকে অবশেষে গ্রেফতার করা হব পাকিস্তানি চরকে৷ এই অভিযুক্ত ভারতীয় সেনা ও বিএসএফের কাছ থেকে গোপনে তথ্য চুরি করে পাকিস্তানে পাচার করত বলে অভিযোগ৷ভারতীয় সেনা সূত্রে খবর, পাক সেনার সাহায্যে বারমেড় দিয়ে ভারতে প্রবেশ করে এই ব্যক্তি৷ তারপর থেকেই তথ্য সংগ্রহের মিশনে ছিল সে৷ ভারতীয় সেনার হাতে গ্রেফতার হওয়ার পর তার কাছে কি কি তথ্য রয়েছে তা জানার চেষ্টা করা হচ্ছে৷জানা গিয়েছে, সীমান্তে ভারতীয় সেনার গতিবিধি ও বিএসএফের নজরদারি চালানোর প্রক্রিয়া সম্পর্কে তথ্য পাঠাত এই ব্যক্তি৷ কিশোর নামের এই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য জয়পুরে নিয়ে যাওয়া হয়েছে৷ সেনা সূত্রে খবর সীমান্তের কাঁটাতারের নীচ দিয়ে হামাগুড়ি দিয়ে এই ব্যক্তি বারতে প্রবেশ করে৷ দিন কয়েক গা ঢাকা দিয়ে থাকলেও, স্থানীয়দের সন্দেহ হওয়ায় তারা ওই ব্যক্তিকে ধরে ফেলেন ও নিরাপত্তা কর্মীদের হাতে তুলে দেন৷জিজ্ঞাসাবাদের সময় ধৃত কিশোর জানিয়েছে, তার এক মামা তাকে ভারতে পাঠায় তথ্য সংগ্রহের জন্য৷ পাকিস্তানের খোকরাপুর পর্যন্ত সে ট্রেনে আসে৷ সেখান থেকে পাক সেনার সাহায্যে ভারতে প্রবেশ করে৷তিন ধরে তার জিজ্ঞাসাবাদ চলবে বলে জানানো হয়েছে সেনা সূত্রে৷ তবে ওই ব্যক্তি ক্রমাগত নিজের বয়ান বদল করছে বলে খবর৷ তবে ওই ব্যক্তি যাতে ঘন জঙ্গলের মধ্যে লুকিয়ে নিজের কাজ করতে পারে, তার জন্য তাকে সবুজ রংয়ের জামা পড়ানো হয়েছিল৷