কলকাতা

সোমবারই খুলতে হবে চিংড়িঘাটা উড়ালপুল, কেএমডিএ-কে চিঠি কলকাতা পুলিশের

বঙ্গ নিউজঃ শুক্রবার থেকে বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল৷ চলছে স্বাস্থ্য পরীক্ষার কাজ৷ আর সে কাজের জন্য ট্রাফিক সামলাতে রীতিমত হিমসিম খেতে হচ্ছে পুলিশকে৷ গত কয়েকদিন যেভাবে বাইপাশে যানজট তৈরি হয় তাতে চাপ বেড়েছে পুলিশের। আর সে কারণেই কেএমডিএ-কে চিঠি দিয়ে কলকাতা পুলিশ আবেদন করেছে যাতে আগামীকাল সোমবার উড়ালপুলটি খুলে দেওয়ার ব্যবস্থা করা হয়৷ তবে কেএমডিএ জানিয়েছে, এখনও যে কাজ বাকি আছে, তা শেষ করতে সোমবার সারাদিনই লাগতে পারে৷ ফলে খোলা সম্ভব নয়। এমনটাই সূত্রের খবর৷পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার সকাল আটটার পরেই চিংড়িঘাটা উড়ালপুলটি খুলে দেওয়ার কথা ছিল৷ চিংড়িঘাটা উড়ালপুলটি বন্ধ করে দেওয়ার ফলে যানজট দেখা দিয়েছে ই এম বাইপাস৷ বিশেষ করে চিংড়িঘাটা মোড়ের যানজট সামাল দিতে হিমসিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশকে৷ এছাড়া যানজটের কবলে পড়তে হচ্ছে মা উড়ালপুলকে৷ তার উপর ও নীচের র‌্যাম্পেও গাড়ির দীর্ঘ লাইন ৷ সাইন্সসিটির দিক থেকে আসা যে সব গাড়িগুলো চিংড়িঘাটা উড়ালপুল দিয়ে ইকো পার্কের দিকে যেত, উড়ালপুল বন্ধের ফলে সেই সব গাড়িগুলোকে বেলেঘাটা বিল্ডিং মোড় থেকে সল্টলেকের দিকে পাঠানো হচ্ছে৷ বাইপাসের গাড়িগুলো ডান দিক দিয়ে পাঠাতে গিয়ে, উল্টোডাঙ্গা থেকে আসা গাড়িগুলোর গতি বাধা পাচ্ছে৷