কলকাতা

সোমবারও রাজীব মামলার শুনানি হাইকোর্টে

কলকাতাঃ রাজীব কুমারের আগাম জামিনের মামলার নিষ্পত্তি হল না শুক্রবারও। ফের সোমবার সকাল সাড়ে দশটায় মামলার শুনানি শুরু হবে। বিচারপতি সইদুল্লা মুন্সি এবং শুভাশিষ দাশগুপ্তের এজলাসে সিবিআইয়ের আইনজীবীরা ওই দিন প্রথমে সওয়াল করবেন।শুক্রবার ঘণ্টাখানেক সওয়াল জবারের পরেই এদিনের মতো যবনিকা পড়ে শুনানিতে। আগামিকাল এবং পরশু যথাক্রমে শনি এবং রবিবার। ফলে আদালত বন্ধ। সোমবারের শুনানি কোনওমতে শেষ করতে পারলেই আদালতে পুজোর ছুটি পড়ে যাবে। ফলে আগাম জামিনের মামলার ভবিষ্যত কী হবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। এদিন মামলার নিষ্পত্তি না হওয়ায় সিবিআই এবং রাজীব কুমার উভয়েরই চাপ যে বাড়বে তা বলা বাহুল্য। ইতিমধ্যেই তদন্তকারী সংস্থার বিশেষ টিমের কাজে খুশি নয় গোয়েন্দা কর্তারা।এদিকে, ছুটি শেষ। তারপরেও বেপাত্তা প্রাক্তন নগরপাল রাজীব কুমার। তাঁর হদিশ পেতে হিমশিম খাচ্ছেন সিবিআইয়ের গোয়েন্দারা। তাঁর খোঁজে শহর এবং শহরতলির বিভিন্ন জায়গায় হানা দিচ্ছেন, তারপরেই অধরা গোয়েন্দা প্রধান। তাঁর হদিশ পেতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বৃহস্পতিবার ফের রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে চিঠি পাঠান। সূত্রের খবর, সেই চিঠির কোনও জবার দেওয়া হয়নি এদিন পর্যন্ত।