দেশ

স্বররাষ্ট্রমন্ত্রীর প্রতিশ্রুতিতে আস্বস্ত হয়ে ২৩ এপ্রিল ‘কালো দিন’-এর প্রতিবাদ প্রত্যাহার করলেন চিকিৎসকরা

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে চিকিৎসকদের লড়াইকে কুর্নিশ জানাতে এদিন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের ডাক্তারদের সঙ্গে ভিডিও কনফারেন্স করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি ডাক্তারদের পূর্ব পরিকল্পিত প্রতীকী প্রতিবাদ থেকে সরে আসার আবেদন জানিয়ে এদিন স্বরাষ্ট্রমন্ত্রী তাদের সবরকমের সাহায্যের আশ্বাস দেন। দেশের বিভিন্ন জায়গায় করোনা পরীক্ষা করতে যাওয়া স্বাস্থ্যকর্মী এবং ডাক্তারদের উপর হামলার ঘটনা ঘটেছে। দিল্লি সহ বিভিন্ন জায়গায় করোনা ছড়িয়ে পড়ার ভয়ে ডাক্তাররা বাড়ি ভাড়া পাচ্ছেন না। যারা বাড়ি ভাড়া নিয়ে থাকতেন তাঁদেরকে বের করে দেওযা হয়েছে। ডাক্তারদের আশ্বস্ত করে অমিত শাহ জানিয়ে দিয়েছিলেন যে তাদের সুরক্ষা নিশ্চিত করতে কঠোর আইন আনা হবে কেন্দ্রের তরফে। সরকার যে সব সময় তাদের পাশে রয়েছে সেই কথাও ডাক্তারদের বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপরই স্বররাষ্ট্রমন্ত্রীর প্রতিশ্রুতিতে আস্বস্ত হয়ে ২৩ এপ্রিল ‘কালো দিন’-এর প্রতিবাদ প্রত্যাহার করলেন আইএমএ-র চিকিৎসকরা। পাশাপাশি এই কনফারেন্সে কেন্দ্রীয় সরকারকে নতুন আইন আনতে আর্জি জানিয়েছিলেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন।