করোনা ভাইরাসের সংক্ৰমণ রুখতে স্বল্প সময়ের নোটিশে দেশ জুড়ে ২১ দিনের লকডাউনের তীব্র সমালোচনা করলেন কমল হাসান। প্রধানমন্ত্রীকে লেখা এক খোলা চিঠিতে তিনি বলেন, যে ভাবে স্বল্প সময়ের নোটিশে এই লকডাউন ঘোষণা করা হয়েছে তা নোটবন্দির ঘোষণার মুহূর্তকে মনে করিয়ে দিচ্ছে। তাঁর আশঙ্কা নোটবন্দির সময়ে যে চরম বিপর্যয় ঘনিয়ে এসেছিল সাধারণ মানুষের ওপরে সেই বিপর্যয় কি এবারে আরও বড় আকারে ফিরে আসবে না তো ? তিনি আরও লিখেছেন, নোটবন্দির ফলে যেভাবে গরিব ও নিম্নবিত্ত শ্রেণীর লোকেরা আর্থিক বিপর্যয়ে পড়েছিলেন সেই একই পরিস্থিতির দিকে এগোচ্ছে দেশ। লকডাউনের ফলে প্রচুর মানুষ কাজ হারিয়েছেন। লকডাউন উঠলেও পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা কেউ জানে না। ফলে কোনও পরিকল্পনা ছাড়া এই ২১ দিনের লকডাউনের ঘোষণাকে তিনি কোনওভাবেই সমর্থন করতে পারছেন না। এরপর প্রধানমন্ত্রীর মোমবাতি, প্রদীপ ও টর্চ জ্বালানোর আবেদনকেও সমালোচনা করেছেন কমল হাসান। তিনি বলেন, একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেমন প্রদীপ জ্বালাতে বলছেন অন্যদিকে দরিদ্র লোকেরা তাদের ভাত রুটির খোঁজে, জোগানে ব্যস্ত। সবশেষে কমল হাসান লিখেছেন এই লড়াই ভারত নিশ্চয়ই জিতবে কিন্তু তা যেন এমনভাবে না হয় যে মানুষ কোনও এক পক্ষ নিতে বাধ্য হয়।