বাংলায় করোনা মোকাবিলায় যুক্ত স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দিকে নজর দেওয়া হচ্ছে না, তাঁদের নিম্নমানের জিনিস দেওয়া হচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এমনই ভুয়ো খবরের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল রাজ্য প্রশাসন। সোমবার রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে একটি পোস্টে জানানো হয়, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের কর্মী এবং জরুরি বিভাগের নার্সকে নিম্নমানের পোশাক সরবরাহ করা হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় যে ছবি ও ভিডিও গুলি ছড়িয়ে দেওয়া হয়েছে, তা বিকৃত করা এবং সর্বেব মিথ্যা। যারা এই ধরনের গুজব ছড়াচ্ছে শীঘ্রই তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।
প্রতীকী ছবি।