জেলা

হাইকোর্টের নির্দেশে আস্থা ভোট নৈহাটি পৌরসভায়

হাইকোর্টের নির্দেশে অবশেষে বুধবার আস্থা ভোট হতে চলেছে নৈহাটি পৌরসভায় । আদালতের নির্দেশে বারাসতে জেলাশাসকের উপস্থিতিতেই হবে সেই আস্থা ভোট । সংখ্যার বিচারে তৃণমূল স্বস্তিতে রয়েছে । আর পিছিয়ে থাকা বিজেপি আস্থা ভোটে অংশগ্রহণ করবে কি না তা নিয়ে এখনও দ্বিধা রয়েছে । গত ২৫ সেপ্টেম্বর রায় দিয়েছিলেন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় ৷ বলেছিলেন, ২১ দিনের মধ্যে নৈহাটি পৌরসভায় আস্থা ভোট করতে হবে । বারাসতে জেলাশাসকের অফিসেই করতে হবে সেই ভোট । কিন্তু পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় ১ অক্টোবর নৈহাটি পৌরভবনেই আস্থা ভোট হবে বলে সব কাউন্সিলরকে চিঠি পাঠান । হাইকোর্টের নির্দেশ মানা হচ্ছে না, এই বলে বিজেপি অভিযোগ তোলে । তাতে সেদিন ভোট বাতিল হয়ে যায় । অবশেষে ১৬ অক্টোবর বারাসতে আস্থা ভোট হবে বলে সব কাউন্সিলরকে চিঠি পাঠিয়েছেন জেলাশাসক চৈতালি চক্রবর্তী ।