জেলা

হাইকোর্টের নির্দেশে ভাটপাড়া পুরসভায় আস্থা ভোটে দ্বিতীয়বারও জিতল তৃণমূল

হাইকোর্টের নির্দেশে মঙ্গলবার দুপুর একটায় ভাটপাড়া পুরসভায় আস্থা ভোট নিয়ে বৈঠক হল। এবারও বিজেপির কোনও সদস্য আস্থাভোটে হাজির ছিলেন না। ফলে আগের বারের মতো সেই ১৯-০ ভোটে ভাটপাড়ার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা পাশ করিয়ে নিল শাসকদল। জিতেই তৃণমূল কাউন্সিলররা ব্যারাকপুরের বিজেপি সাংসদ তথা ভাটপাড়ার প্রাক্তণ বিধায়ক অর্জুন সিংয়ের বিরুদ্ধে সরব হলেন। কড়া নিরাপত্তায় মঙ্গলবার ভাটপাড়ায় অনাস্থা ভোট হয়েছে। হাইকোর্টের নির্দেশে এদিন ভাটপাড়া পুরসভায় হাজির ছিলেন উত্তর ২৪ পরগণার জেলাশাসক ও ব্যারাকপুরের এসডিও। ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পদস্থ আধিকারিকরা। এদিন বিজেপির পক্ষ থেকে চেয়ারম্যান সৌরভ সিং সহ কোনও কাউন্সিলর অনাস্থা বৈঠকে হাজির ছিলেন না। জয়ের পরই শাসকদলের নেতা কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দেয়। সবুজ আবির উড়িয়ে ও মিস্টিমুখ করিয়ে চলে উৎসব।