হাওড়াঃ হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে করোনা চিকিৎসার জন্য কোয়ারেন্টাইন সেন্টার চালু করা হয়েছে। হাওড়া জেলা প্রশাসন ও হাওড়া পুরসভার যৌথ উদ্যোগে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে ১৫০ টি বেডের কোয়ারেন্টাইন সেন্টার চালু করা হয়েছে। করোনা মোকাবিলায় ইতিমধ্যেই কড়া ব্যবস্থা নিয়েছে রাজ্যে স্বাস্থ্য দফতর। বেলেঘাটা আইডি হাসপাতালের পাশাপাশি বিভিন্ন সরকারি হাসপাতালগুলিকে করোনা মোকাবিলার জন্য প্রস্তুত করা হয়েছে। হাওড়াতে সত্যবালা আইডি হাসপাতালকে বুধবার থেকে করোনা চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে। প্রশাসন থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই স্টেডিয়ামে বেড সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। স্টেডিয়ামের ভিতরে খেলোয়াড়দের বিশ্রামের যে ঘর রয়েছে সেখানেই এই কোয়ারান্টাইন কেন্দ্র খোলা হয়েছে। স্টেডিয়ামের ভিতরে জীবাণুনাশকের কাজ করা হয়েছে। পর্যাপ্ত পানীয় জল ও শৌচাগারের বন্দোবস্ত করা হয়েছে স্টেডিয়ামে।


