সাতসকালে জুটমিলের দরজায় সাসপেনশন অব ওয়ার্কের নোটিস দেখে বিক্ষোভ কর্মীদের। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে নামল র্যাপ। ঘটনাটি ঘটেছে, সোমবার সকালে হাওড়ার শিবপুরে একটি জুটমিলে। সূত্রের খবর, এদিন সকালে জুটমিলের কর্মীরা সকালে কাজ করতে এসে দেখে জুটমিলের দরজায় সাসপেনশন অব ওয়ার্কের নোটিস দেখে বিক্ষোভ শুরু করে। তাঁদের দাবি, রবিবার ছিল জুট মিলের সাপ্তাহিক পেমেন্টর দিন কিন্তু সেদিন পেমেন্ট দেওয়া হয়নি আজ হঠাত্ করে মিল বন্ধ করে দেওয়া হল। এই জুট মিলটি সপ্তাহে ৭ দিনের পরিবর্তে ৫ দিন এবং দিনে ৩টি শিফটের পরিবর্তে ২টি শিফট চলতো। মিলের সামনে ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। পরে র্যাপ নামানো হয়েছে বলে খবর।