আজ দেশজুড়ে ধর্মঘটের সমর্থনে হাজরা মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাল SUCI সমর্থকরা ৷ পরিস্থিতি সামাল দিতে তৎপরতা দেখাল পুলিশ ৷ বিক্ষোভকারীদের সঙ্গে চলে ধস্তাধস্তি ৷ অবশেষে, SUCI-প্রাক্তন বিধায়ক তরুণ নস্কর-সহ বেশিরভাগ বিক্ষোভকারীদের আটক করে গাড়িতে তোলে পুলিশ ৷ বিক্ষোভকারীদের আটক করে গাড়িতে তুলে লালবাজার পাঠায় পুলিশ ।


