দেশ

হিন্দু সেনার হুমকির পরই সতর্ক দিল্লি পুলিশ, শাহিনবাগে জারি ১৪৪ ধারা

নয়াদিল্লিঃ হিন্দু সেনার তরফে শাহিনবাগের আন্দোলনকারীদের বিক্ষোভ তুলে নেওয়ার ডেডলাইন দেওয়া হয়েছিল। নয়তো ১ মার্চ থেকে ‘শাহিনবাগ সাফাই অভিযান’ শুরু করবে বলে হুঁশিয়ারি দিয়েছিল হিন্দু সেনা। এরপরই রবিবার বিকেল ৩টে নাগাদ একটি মিছিলের ডাক দেন আন্দোলনকারীরা। সেই কথা মাথায় রেখেই অশান্তি এড়াতে আগাম তৎপর হল দিল্লি পুলিশ। জারি হল ১৪৪ ধারাও। কড়া নিরাপত্তা প্রসঙ্গে দিল্লি পুলিশের যুগ্ম কমিশনার ডিসি শ্রীবাস্তব জানিয়েছেন, “আমরা আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি। আমাদের লক্ষ্য আইন-শৃঙ্খলা বজায় রাথা ও অঘটন এড়ানো।”