হিমাচলের মানালিতে ব্যাপক তুষারপাত। বরফে ঢেকেছে রাস্তাঘাট। কুলুর মানালি-লেহ রোডে সাদা বরফের চাদর। সন্ধে গড়ালেই কনকনে হিমেল হাওয়ায় তাপমাত্রার পারদ নেমে যাচ্ছে হিমাঙ্কের নীচে। ঘরবন্দি মানুষজন। জাতীয় সড়কে পুরু বরফের স্তর জমে যাওয়ায় যান চলাচল বিপর্যস্ত। বরফ কেটে রাস্তা পরিষ্কারের কাজ চলছে পুরোদমে।