কলকাতা

১৩ জানুয়ারি রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের রাজভবনে জরুরি তলব ধনকড়ের, মুখ্যমন্ত্রীকেও ১৫ দিনের হুঁশিয়ারি

কলকাতাঃ পশ্চিমবঙ্গে বিশ্ববিদ্যালয়গুলিতে আইনের শাসন ভেঙে পড়েছে বলে অভিযোগ তুললেন রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনকড়। এই কারণে ১৩ জানুয়ারি রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের রাজভবনে জরুরি তলব করলেন রাজ্যপাল। একই সঙ্গে ১৫দিন সময়সীমা বেঁধে দিয়ে মুখ্যমন্ত্রীকেও আলোচনায় বসার কথা বললেন রাজ্যপাল জগদীপ ধনকড় । কারণ আজও বিশ্ববিদ্যালয়ের ধনকড়কে বিক্ষোভ দেখানো হয়। পরিস্থিতি দেখে রীতিমতো ক্ষোভ উগরে দেন রাজ্যপাল। বিরক্তিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন বন্ধ করার কথা বলেন তিনি। বিক্ষোভের মুখে প্রায় দেড় ঘণ্টা আটকে থাকার পর শেষ পর্যন্ত ক্যাম্পাস ছেড়ে চলে যান তিনি। ফলে তাঁকে ছাড়াই হয় সমাবর্তন অনুষ্ঠান।

উল্লেখ্য, গত সপ্তাহেই যাদবপুরের ছাত্ররা প্রস্তুতি শুরু করেছিল রাজ্যপালকে ঘেরাওয়ের। পরিস্থিতি উত্তপ্ত হতে পারে এ কথা আন্দাজ করে বিশেষ সমাবর্তন স্থগিত করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু তাতেও অশান্তি এড়ানো যায়নি। সোমবার কোর্ট মিটিং-এর পর মঙ্গলবারও হঠাৎ সেখানে যান রাজ্যপাল। এবং ছাত্রদের তুমুল বিক্ষোভও শুরু হয়ে যায়। রাজ্যপাল জগদীপ ধনকড়কে আগেই বয়কট ঘোষণা করেছিলেন পড়ুয়ারা। তার পরেও রাজ্যপাল সকালে এসে পৌঁছলে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাঁচ নম্বর গেটে শুরু হয় বিক্ষোভ। দেখানো হয় কালো পতাকা। পরিস্থিতি দেখে রীতিমতো ক্ষোভ উগরে দেন রাজ্যপাল। বিরক্তিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন বন্ধ করার কথা বলেন তিনি। বিক্ষোভের মুখে প্রায় দেড় ঘণ্টা আটকে থাকার পর শেষ পর্যন্ত ক্যাম্পাস ছেড়ে চলে যান আচার্য।  কিন্তু বিশ্ববিদ্যালয়গুলি নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই সংঘাত এখন কোন পথে যায় সেটাই এখন দেখার।