বিদেশ

১৭০ জন যাত্রী সহ তেহরানে ভেঙে পড়ল বিমান

মার্কিন-ইরান উত্তাপের মধ্যেই তেহরানে ভেঙে পড়ল যাত্রাবাহী বিমান। প্রাণ হারালেন বিমানের ১৭০জন যাত্রী। বুধবার তেহরান বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যে ভেঙে পড়ে ইউক্রেন ইন্টারন্যাশনাল সংস্থার বিমানটি। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী সঙ্গে সঙ্গেই আগুন নেভানোর কাজ শুরু করলেও কাউকেই জীবিত উদ্ধার করা যায়নি। ইরানের সংবাদমাধ্যমে প্রচারিত খবরে জানানো হয়েছে, বিমানটি তেহরান থেকে কিয়েভ যাচ্ছিল। এদিকে ইরান-মার্কিন ঠান্ডা যুদ্ধের মধ্যে এমন ঘটনা নিয়ে প্রশ্ন উঠেছে। এই বিমান ক্র্যাশের পেছনে কোনও চক্রান্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।