নতুন বছর থেকেই বাড়ছে রেলের ভাড়া। মঙ্গলবার, ৩১ ডিসেম্বর রেলমন্ত্রক নির্দেশিকা জারি করল। বাড়ছে রেলের ভাড়া। মঙ্গলবার, ৩১ ডিসেম্বর রেলমন্ত্রক নির্দেশিকা জারি করল। এদিন মধ্যরাত থেকে চালু হবে নতুন মাশুল। লোকাল ট্রেন ছাড়া অন্য সমস্ত ট্রেনে যাত্রা করার জন্যই বাড়তি ভাড়া দিতে হবে যাত্রীদের। সাধারণ নন এসি ট্রেনের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে বাড়বে এক পয়সা করে। এছাড়া নন এসি, মেল ও এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে কিলোমিটার প্রতি ২ পয়সা করে ভাড়া বাড়তে চলেছে। এসি ট্রেনের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে বাড়বে চার পয়সা করে। রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান বিনোদ কুমার যাদব সোমবার বলেছিলেন, আপাতত, রেলমন্ত্রক পণ্যবাহী ট্রেন বা যাত্রীবাহী ট্রেনের ভাড়া বাড়ানোর কোনওরকম পরিকল্পনা করছে না। তবে, রেলের আধুনিকীকরণের স্বার্থে ভাড়া পরিবর্তনের প্রয়োজন আছে। কিন্তু সেই ঘোষণাকে মিথ্যে প্রমাণ করে মঙ্গলবারই বাড়িয়ে দেওয়া হল ভাড়া।যদিও ভাড়া বাড়ানোর নির্দেশিকার সঙ্গে রেলমন্ত্রক সাফাইও দিয়েছে। বলা হয়েছে, ২০১৪–২০১৫– এর পর সামান্য ভাড়া বৃদ্ধি করা হল। ইতিমধ্যে যে যাত্রীরা টিকিট কেটে ফেলেছেন, তাঁদের চিন্তার কারণ নেই। কিন্তু ১ জানুয়ারি থেকে বাড়তি ভাড়াতেই টিকিট কাটতে হবে। রাজধানী, শতাব্দী, দুরন্ত, বন্দে ভারত, তেজস, হমসফর, গরীব রথ, জন শতাব্দী সহ আরও স্পেশাল ট্রেনের ভাড়া নতুন নির্দেশিকা অনুযায়ী বাড়ানো হবে।

