সৌদি আরবের রিয়াধ পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সৌদি আরবের বার্ষিক ফিন্যান্সিয়াল কনফারেন্সে যোগ দিতে গিয়েছেন। রিয়াদে পৌঁছে প্রধানমন্ত্রী মোদি টুইট করে লেখেন, ‘সৌদি আরবের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ককে আরও জোরদার করার লক্ষ্যে এই সফর।’ তিন বছরে এই নিয়ে দু’দিনের সফরে সৌদি গিয়েছেন তিনি। মঙ্গলবারই সৌদি আরবের ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমনের সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানে তিনি জানান, ভারত এবং সৌদি আরব দুই দেশই প্রতিবেশী দেশের পক্ষ থেকে আসা সন্ত্রাসবাদের মোকাবিলা নিয়ে আলোচনা হয়েছে। এখানেও নাম না করে পাকিস্তানের দিকে তোপ দাগলেন বলে মনে করা হচ্ছে। এদিন তিনি সংবাদমাধ্যমের সামনে বলেন, ‘এই সফর নিয়ে আমি অত্যন্ত খুশি। এই সফরে দুই দেশের মধ্যে একাধিক চুক্তি সাক্ষরিত হয়েছে। তেল, গ্যাস, পুনর্ব্যবহারযোগ্য শক্তি এবং অসামরিক বিমান পরিবহণ নিয়ে চুক্তি সাক্ষরিত হতে চলেছে।’ সন্ত্রাসবাদ নিয়েও দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি হতে পারে বলে জানা গিয়েছে।