কলকাতাঃ আর মাত্র কয়েকটা দিন। আগামী রবিবার ধর্মতলায় তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশে। শহরের পাশাপাশি জেলায় জেলায় জোড় কদমে তার প্রস্তুতি চলছে ২১ জুলাই-এর। বসে নেই কলকাতা পুলিশও। সেদিনের নিরাপত্তা নিয়ে লালবাজার প্রস্তুতি শুরু করেছে জোরকদমে। লালবাজারে ওসি, ডিসিদের নিয়ে ক্রাইম বৈঠক করেন পুলিশ কমিশনার অনুজ শর্মা। তাঁদের কাছে যাতে কলকাতা পুলিশের সন্মান অক্ষুণ্ণ থাকে, সেজন্য আধিকারিকদের আগাম সতর্ক করে দিলেন কলকাতার পুলিশ কমিশনার। সেই বৈঠকে অন্যান্য বিষয়ের সঙ্গে গুরুত্ব দেওয়া হয়েছে ২১ জুলাই এর নিরাপত্তার বিষয়টিও। এখন থেকেই শহরজুড়ে নজরদারির নির্দেশ দিয়েছেন কমিশনার। ২১ জুলাইয়ের দুই-তিন আগেই বিভিন্ন জেলা থেকে শহরে আসতে শুরু করেন হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থকরা। শহিদ দিবসের দিন কলকাতায় সেই সংখ্যাটা দাঁড়ায় কয়েক লক্ষ। সমাবেশে আসা লক্ষ লক্ষ মানুষের নিরাপত্তায় সেদিন শহরে মোতায়েন থাকবেন প্রচুর পুলিশ। প্রতি বছর ২১ জুলাই তৃণমূল শহিদ দিবস পালন করে থাকেন। এ বছরও নির্দিষ্ট দিনেই তৃণমূল শহিদ দিবস পালন করবে। অন্যান্য বছরের মত এ বছরও সভাস্থলে কলকাতা পুলিশের কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকবে। এছাড়া শহর জুড়েও থাকবে কড়া নিরাপত্তার ব্যবস্থা। মোতায়েন থাকবে রেডিও সায়েন্স স্কোয়াড ও হেভি রেডিও সায়েন্স স্কোয়াড। এবং মহিলা পুলিশ। বাড়তি নিরাপত্তা থাকবে মেট্রো স্টেশনগুলিতেও। এছাড়া, রাস্তায় নেমে পরিস্থিতির দিকে নজর রাখবেন পুলিশের পদস্থ কর্তারা। শহিদ দিবসের দিন সভাস্থলে যে সব রাস্তা দিয়ে মিছিল আসবে, সেই সব রাস্তায় মোতায়েন থাকবেন প্রচুর ট্রাফিক পুলিশ। লালবাজার থেকে সিসিটিভি ক্যামেরায় নজরদারি চালানো হবে।