জেলা

২১ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত হাওড়া-আমতা শাখায় ডাবল লাইনের কাজ চলবে, বাতিল বেশ কিছু লোকাল


দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-আমতা শাখার বালিটিকুরি থেকে মৌড়িগ্রাম স্টেশনের মধ্যে রেল লাইনের কাজের জন্য ব্যাহত হবে ওই লাইনের রেল পরিষেবা। ২১ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত এই দুই স্টেশনের মধ্যে ডাবল লাইনের কাজ করার জন্য পরিষেবা ব্যাহত হবে। হাওড়া-আমতা শাখায় বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে ২২, ২৩ এবং ২৪ জানুয়ারি। শনিবার দক্ষিণ-পূর্ব রেল সূত্রে এ খবর জানানো হয়েছে। তারা জানিয়েছে, ২২ তারিখ এই শাখায় মোট আটটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ৩৮৯০৯-হাওড়া-আমতা, ৩৮৯১১- সাঁতরাগাছি-আমতা, ৩৮৪৪৯-হাওড়া-পাঁশকুড়া, ৩৮৯১৩-হাওড়া-আমতা, ৩৮৯১২- আমতা-হাওড়া, ৩৮৯১৪-আমতা-হাওড়া ৩৮৯১৬ আমতা-সাঁতরাগাছি, ৩৮৪৩৪ পাঁশকুড়া-সাঁতরাগাছি লোকাল ট্রেনগুলি বাতিল করা হয়েছে। ২৩ এবং ২৪ জানুয়ারি এই সব লাইনে দু’দিনে মোট ২৪টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। সেগুলি হল ৩৮৯০৩ হাওড়া-আমতা, ৩৮৯০৭ হাওড়া-আমতা, ৩৮৯০৯ হাওড়া-আমতা, ৩৮৯১১ সাঁতরাগাছি-আমতা, ৩৮৯১৩ হাওড়া-আমতা, ৩৮৪৪৯ হাওড়া-পাঁশকুড়া, ৩৮৯০৮ আমতা-হাওড়া, ৩৮৯১০ আমতা-হাওড়া, ৩৮৯১২ আমতা-হাওড়া, ৩৮৯১৪ আমতা-হাওড়া, ৩৮৯১৬ আমতা-সাঁতরাগাছি এবং ৩৮৪৩৪ পাঁশকুড়া-সাঁতরাগাছি লোকালগুলি বাতিল করা হয়েছে। ২১ এবং ২৫ জানুয়ারি কাজ চললেও ট্রেন চলাচলে এই অংশে কোনও প্রভাব পড়বে না। তবে ২১ তারিখ আগরতলা থেকে ছাড়বে হামসফর এক্সপ্রেস। সেই ট্রেন বালটিকুরি-মৌড়িগ্রাম শাখায় ঢুকবে না।