দেশ

২২ মার্চ ভোর ৪টে থেকে রাত ১০টা পর্যন্ত দেশে জুড়ে বন্ধ থাকবে রেল পরিষেবা

নয়াদিল্লিঃ করোনা আতঙ্কের মাঝেই আগামী ২২ মার্চ ‘জনতা কারফিউ’-এর ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রীর গতকালের জাতির উদ্দেশে ভাষণের পর এবার দক্ষিণ পূর্ব রেলের তরফে বিশেষ ঘোষণা করা হল ৷ রবিবার ২২ মার্চ ভোর ৪টে থেকে রাত ১০টা পর্যন্ত কোনও ট্রেন চলবে না ৷ তবে যে সমস্ত ট্রেনগুলি ভোর 4টের আগে রওনা হবে সেই ট্রেনগুলিকে তার নির্দিষ্ট গন্তব্য স্টেশন পর্যন্ত চালানো হবে ৷ বাতিল হওয়া নিয়ে বিস্তারিত নির্দেশিকা আগামীকাল দুপুরের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল ৷ এদিকে করোনার সঙ্গে লড়াই করতে ভারতীয় রেল আরও কিছু সিদ্ধান্ত নিল ৷ করোনার জেরে সব স্টেশনে বন্ধ ফুডপ্লাজা ৷ রবিবার থেকে বন্ধ জনআহার, রিফ্রেশমেন্ট রুম৷ শুধু রাজধানী, দুরন্ত, শতাব্দী এক্সপ্রেসে খাবার দেওয়া হবে কিন্তু আর কোনও ট্রেনে খাবার দেওয়া হবে না৷  প্রয়োজনে ই-ক্যাটারিংয়ের সাহায্য নিতে হবে৷