খেলা

২৪১ রানের লিড নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে ডিক্লেয়ার ভারতের

গতকাল ১০৬ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। শনিবার ৯ উইকেটে ৩৪৭ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে টিম ইন্ডিয়া। ২৪১ রানে এগিয়ে বিরাটরা। বাংলাদেশি ব্যাটসম্যানরা গোলাপি বলে এই রান পার করা কার্যত অসম্ভব। এখনও সারাদিনে খেলতে হবে প্রায় ৪৪ ওভার। ইতিমধ্যেই ২ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। উদ্বোধনী ব্যাটসম্যান সাদমান ইসলাম ফিরেছেন শূন্য রানে। অধিনায়ক মমিনুল হকও শূন্য রানে শিকার হয়েছেন ইশান্তের। শুক্রবার ৩ উইকেট হারিয়ে ভারত তুলেছিল ১৭৪ রান। এদিন আরও ১৭৩ রান যোগ করতে গিয়ে তারা হারিয়েছে ৬ উইকেট। চেতেশ্বর পূজারা গতকাল অর্ধ শতরান করেছিলেন। এদিন রাহানে করলেন ফিফটি। তবে গোলাপি বলেও নিজের শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়েছেন ক্যাপ্টেন কোহলি। গোলাপি বলে বিরাটের ব্যাট থেকে এল শতরান। আর

একের পর এক রেকর্ড ঝুলিতে পুরলেন। অধিনায়ক হিসেবে এটা তাঁর ২০ তম শতরান। টেস্ট কেরিয়ারের ২৭ তম। আন্তর্জাতিক কেরিয়ারে ৭০ ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে ৪১টি শতরান হাঁকালেন বিরাট। তাঁর সঙ্গে যৌথভাবে রয়েছেন রিকি পন্টিং। দিবারাত্রি টেস্টে প্রথম ভারতীয় হিসেবেও শতরানের মালিক হলেন কোহলি। কোহলির কাছ থেকে দ্বিশতরানের প্রত্যাশা করেছিলেন ভক্তরা। কিন্তু ১৩৬ রানে একটা সাধারণ শট খেলতে গিয়ে আউট হন বিরাট। আর ভারত অধিনায়কের দুর্দান্ত ক্যাচ ধরেন তাইজুল ইসলাম। বিরাট যাওয়ার পর আর কেউ সেভাবে টিকতে পারেননি। ১৭ রানে অপরাজিত থাকেন ঋদ্ধিমান সাহা। ৯ উইকেট হারিয়ে ৩৪৭ রানে ইনিংস ডিক্লেয়ার করেন ভারত অধিনায়ক।