দেশ

২৮টি রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করার কথা ভাবছে মোদি সরকার !

শুধু এয়ার ইন্ডিয়া আর ভারত পেট্রোলিয়ামের বেসরকারিকরণের কথা ভাবছে না মোদি সরকার। এবার কেন্দ্রীয় সরকারের নজরে রয়েছে মোট ২৮টি রাষ্ট্রায়ত্ত সংস্থা। এই ২৮টি সংস্থার বেসরকারিকরণের কথা ভাবছে মোদি সরকার। মোট ২৮টি রাষ্ট্রায়ত্ত সংস্থার স্ট্যাটিজিক অংশিদারিত্ব বিক্রির নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কেন্দ্র। সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুর এমনটাই জানিয়েছেন। এদিন লোকসভায় একটি লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানিয়েছেন, ২০১৯-২০ আর্থিক বছরে বিলগ্নিকরণের মাধ্যমে ১.০৫ লক্ষ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত এই খাতে সরকারের ঘরে ১৭,৩৬৪ কোটি টাকা ঢুকেছে বলে মন্ত্রী জানিয়েছেন। চলতি আর্থিক বছরের মধ্যেই রাষ্ট্রায়ত্ত এয়ার ইন্ডিয়া এবং ভারত পেট্রোলিয়ামের বিক্রির প্রক্রিয়া শেষ করতে চায় সরকার, শনিবারই জানিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলির শেয়ার বিক্রি করেই চলতি আর্থিক বছরে রেকর্ড অর্থ সংগ্রহ করতে চায় সরকার। ফাইল চিত্র।