২৯ ডিসেম্বের পাহাড়ে হচ্ছে না বনধ । পাহাড় থেকে বনধ প্রত্যাহারের ডাক দিলেন বিনয় তামাং। গোর্খা জনমুক্তি মোর্চার যুবদের কাছে আগামী রবিবারের বনধ প্রত্যাহারের আবেদন জানিয়েছেন তিনি। খ্রিস্টমাসের মরশুমে পাহাড়ে এখন পর্যটকের ঢল। পাশাপাশি রয়েছে দুকপা, সিকিমের নববর্ষ। সব মিলিয়ে সমতলের মতো পাহাড়েও এখন উত্সবের মেজাজ। এই পরিস্থিতিতে বনধ জনমানসে বিপরীত প্রভাব ফেলতে পারে। সেকথা ভেবেই বিনয় তামাংয়ের এই বনধ প্রত্যাহারের আবেদন বলে মনে করছে ওয়াকিবহল মহল। তার পরিবর্তে ২৮ ডিসেম্বর ও ৫ জানুয়ারি দুটি মিছিল করবে গোর্খা জনমুক্তি মোর্চা যুবরা। নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসি-র প্রতিবাদে ২৮ ডিসেম্বর দার্জিলিং থেকে কার্সিয়ং মিছিল হবে।

