আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সমস্ত বুকিং বাতিল করল এয়াল ইন্ডিয়া। শুক্রবার সংশ্লিষ্ট এয়ারলাইন্সের তরফে জানানো হয়েছে যে ১৪ এপ্রিলের পর কেন্দ্রীয় সরকারের তরফে কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেটাই দেখার জন্য অপেক্ষায় রয়েছে এয়ার ইন্ডিয়া সংস্থা। স্বাভাবিকবশতই এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে বেড়েছে সাধারণ মানুষের উদ্বেগ, তবে কি লকডাউন বাড়ছে? আন্তর্জাতিক তো বটেই, উপরন্তু অন্তর্দেশীয়, এই দুই ক্ষেত্রেই প্রযোজ্য হবে এই নতুন নির্দেশিকা। লকডাউনের জেরে এমনিতেই ১৪ এপ্রিল পর্যন্ত এয়ার ইন্ডিয়ার সমস্ত উড়ান বন্ধ রয়েছে। প্রসঙ্গত গোটা দেশজুড়ে তিন সপ্তাহ অর্থাত্ ২১ দিনের জন্য চলছে লকডাউন। করোনার বিরুদ্ধে লড়তে গত ২৫ মার্চ থেকে শুরু হয়েছে এই লকডাউন। চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। তারপর সরকার কী পদক্ষেপ নেয় সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ। যদিও মার্কিন সংস্থার এক রিপোর্টে উদ্বেগ বাড়ছে দেশবাসীর। মার্কিন সংস্থা বোস্টন কনসাল্টিং গ্রুপের (BCG) রিপোর্ট অবশ্য অন্য কথা বলছে।