কলকাতা

৩১ মার্চ পর্যন্ত লকডাউন গোটা রাজ্য, ঘোষণা মুখ্যমন্ত্রীর

গরিবদের জন্য এককালীন ১০০০ টাকা করে অনুদানের ঘোষণা

জ্যোতির্ময় দত্ত, কলকাতাঃ ২৭ মার্চ নয়, ৩১ মার্চ পর্যন্ত লকডাউনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী । করোনা সংক্রমণ রুখতে আজ বিকেল পাঁচটা থেকে এবার রাজ্যজুড়ে লকডাউনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাংবাদিক বৈঠকে মমতা বলেন, আজ বিকেল পাঁচটা থেকে রাজ্যের প্রতিটি গ্রাম-শহরে লকডাউন হবে। এই অবস্থায় সাধারণ মানুষকে বাড়িতে থাকার আবেদন করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘জনজীবন স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পণ্যের দোকান খোলা রয়েছে। তবে অনেকেই ভিড় জমাচ্ছেন। আপনাদের হাত জোড় করে আবেদন জানাই, ভিড় করবেন না। অন্যদের স্পর্শ করবেন না।’ তিনি আরও বলেন, যাতে সকলে ভাল থাকে, সবাইকে একটু কষ্ট করতে হবে। দুর্ভোগে সামিল হয়েই কাজ করতে হবে। ফ্রি রেশন বলে দিয়েছি আগামী ছ মাস। যারা অসংগঠিত ক্ষেত্রে আছে দিন আনি দিন খায়, তাদের জন্য নতুন স্কিম- প্রচেষ্টা। ১৫-৩০ এপ্রিল পর্যন্ত দেওয়া হবে। ১০০০ টাকা করে সরকার। এরপরই জনগণের উদ্দেশে মুখ্য়মন্ত্রীর বার্তা, এমন কোনও কিছু করবেন না, যাতে করোনা ছড়ায়। বলেন, বাজারে অনেকে যাচ্ছেন একসঙ্গে। বাজার, ওষুধের দোকান খুলে রাখা হয়েছে। গাদাগাদি করে জিনিস কিনছেন অনেকেই। এতে করোনা ছড়াবে। যারা বাজারে যাচ্ছেন তাদের কাছে অনুরোধ, একটু দুরে দুরে দাঁড়ান। যাতে আপনার স্পর্শ, নিশ্বাস আরেকজনকে স্পর্শ না করে। ব্যাঙ্কের লাইনে যারা দাঁড়াবেন তাদের জন্যও এক কথা বলছি। একজনের হলে চারজনের দেহে সংক্রমিত হচ্ছে। ১৪দিন ঘরে থাকুন, নিরাপদে থাকুন। বিদেশ থেকে যাঁরা এসেছেন, কোয়ারেন্টিনে থাকুন।’  এদিকে, মঙ্গলবার দুপুরে মুখ্যমন্ত্রী নিজেই শহরের বিভিন্ন সরকারি হাসপাতালে ‘সারপ্রাইজ ভিজিট’ করা শুরু করেন। নবান্নে সাংবাদিক সম্মেলন সেরেই তিনি কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মাকে নিয়ে সোজা হাজির হন আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। কথা বলেন হাসপাতলের চিকিত্‍সকদের সঙ্গে। জানতে চান করোনা পরিস্থিতির মোকাবিলা করতে ওই হাসপাতাল এবং সেখানকার চিকিত্‍সকরা কতটা তৈরি। সেই সঙ্গে তিনি হাসপাতালের চিকিত্‍সকদের কাছে জানতে চান কী কী জিনিসের অভাব রয়েছে। মুখ্যমন্ত্রী নিজেই চিকিত্‍সকদের জন্য হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক দেন। জানান প্রয়োজনীয় আরও মাস্ক এবং অন্যন্য সরঞ্জাম দ্রুত পৌঁছবে হাসপাতালে। এরপর মুখ্যমন্ত্রী যান মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেও তিনি হাসপাতালের সুপার এবং অন্যান্য চিকিত্‍সকদের সঙ্গে কথা বলেন। আর জি করের মতো এখানেও চিকিত্‍সকদের হাতে বাক্স ভর্তি হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক দেন। এরপর রাজারহাটের কোয়ারেন্টাইন সেন্টারে যান মুখ্যমন্ত্রী। সেখানে তিনি কথা বললেন স্বাস্থ্য আধিকারিকদের সাথে। দেখুন সেই ভিডিও –