বিরোধীদের যেতে দেবেন না, এদিকে নিজের সরকারের মন্ত্রীদের নিয়ে কাশ্মীর যাবেন অমিত শাহ
৩৭০ ধারা বাতিলের পর প্রথমবারের জন্য জম্মু-কাশ্মীরে যাচ্ছে কেন্দ্রীয় মন্ত্রীরা। জানা গেছে, এ সপ্তাহের শেষেই উপত্যকায় যেতে পারেন কেন্দ্রীয় মন্ত্রীরা। সূত্রের খবর, ৩৬জন কেন্দ্রীয় মন্ত্রী যাচ্ছেন সেখানে। ১৮ থেকে ২৪ জানুয়ারির মধ্যে সেখানে যাবেন তাঁরা। ইতিমধ্যেই উপত্যকায় ৫৯টি জায়গা নির্বাচন করা হয়েছে। এই জায়গাগুলিতে গিয়ে সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন তাঁরা। এছাড়া নতুন কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরে কী কী সরকারি প্রকল্প বাস্তবায়িত করা হয়েছে এবং আগামী দিনে কী কী বাস্তবায়িত করা হবে, সে নিয়ে উপত্যকাবাসীকে অবগত করতেই এই সফর বলে জানা গিয়েছে। এ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী জি কৃষাণ রেড্ডি জানিয়েছেন, ‘‘অমিত শাহ চেয়েছিলেন, মন্ত্রীগোষ্ঠীর সব সদস্যরা যাতে জম্মু-কাশ্মীরে গিয়ে সরকারি নীতি সম্পর্কে সকলকে অবগত করেন’’। জানা গিয়েছে, আগামী ১৮ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় পরিদর্শন করবেন কেন্দ্রীয় মন্ত্রীরা।