দেশ

৪০টিতে এগিয়ে কংগ্রেস-জেএমএম জোট, বিজেপি ২৯

 ঝাড়খণ্ডে বড় ধাক্কা খেতে চলেছে বিজেপি, ম্যাজিক ফিগারের কাছে বিরোধী জোট

শুরু হয়েছে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের গণনা। গত পাঁচ বছর রাজ্য পরিচালনার ক্ষমতায় ছিল বিজেপি। এবারও কী ক্ষমতা দখলে রাখতে পারবে বিজেপি, নাকি আদিবাসী অধ্যুষিত ঝাড়খণ্ডের মসনদে বসবে বিরোধী জোট? উত্তর স্পষ্ট হয়ে যাবে আগামী কয়েক ঘন্টার মধ্যেই। গণনার শুরুতেই জেএমএম-কংগ্রেস-আরজেডি জোট বিজেপিকে পিছনে ফেলে এগিয়ে যায়। পদ্ম শিবিরকে ছাপিয়ে ফের এগিয়ে রয়েছে বিরোধী জোট। সংশোধিত নাগরিকত্ব আইন ও এআরসি নিয়ে প্রবল বিতর্কের মাঝেই ঝাড়খণ্ডে ৫ দফায় ভোট সম্পন্ন হয়েছে। তাই এই ভোটের ফলাফল বিশেষ তাত্‍পর্যবাহী শাসক বিজেপি ও বিরোধী শিবিরের কাছে। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। ঝাড়খণ্ডে মোট আসন ৮১। ম্যাজিক ফিগার ৪১। এখনও পর্যন্ত ৪০ টিতে এগিয়ে কংগ্রেস -জেএমএম জোট, বিজেপি ২৯টি