কলকাতা

৪ ঘণ্টা ম্যারাথন জেরা পার্থ চট্টোপাধ্যায়কে

কলকাতাঃ প্রায় ৪ ঘণ্টার ম্যারাথন জেরার মুখে পড়লেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জেরার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থবাবু জানিয়ে দিলেন, নাথিং সিরিয়াস। আমাদের সংগঠনের ব্যাপারে ডেকেছিল। কথাবার্তা হয়েছে। চারঘণ্টা সিবিআই জেরা থেকে বেরিয়ে কেন দেরি হল তার ব্যাখ্যাও দিলেন পার্থ চট্টোপাধ্যায়। কেন দেরি হল তার ব্যাখ্যায় পার্থ চট্টোপাধ্যায় বলেন, বসেছিলাম। বলে না হাইকম্যান্ডে থাকলাম, আসলে ছিলাম বাথরুমে। এদিনই নোটিশ পেয়ে সিবিআই দফতরে গিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূলের মুখপত্র জাগোবাংলার তহবিলে চিটফান্ডের টাকা পয়সার যোগসাজোশ নিয়েই এই জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে ধারণা ছিল রাজনৈতিক মহলের। এই ব্যাপারে আগে জেরা করা হয় সুব্রত বক্সি ও জেরেক ও’ব্রায়েনকে। এদিন চিটফান্ডকাণ্ডে জেরা করা হয় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকেও। রাজীবের হয়ে দুজন সিআইডি আধিকারিক সিবিআই দফতরে চিঠি নিয়ে যান। তিনি চিঠিতে লেখেন ১৯ আগস্টের পর হাইকোর্টে হাজিরা দেবেন।