জেলা

৬ আসনের উপনির্বাচনে বিক্ষিপ্ত অশান্তি, হাড়োয়ায় ৩৭ বুথে পুনর্নির্বাচনের দাবি আইএসএফের

উপনির্বাচনের ভোটগ্রহণের দিনে হাড়োয়া ও নৈহাটি বিধানসভা কেন্দ্রে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটল । বিরোধী আইএসএফ কয়েকটি বুথে ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছে । দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে হাড়োয়া বিধানসভা এলাকায় ৩৭টি বুথে পুনর্নির্বাচনের দাবি জানানো হয়েছে । রাজ্যের অন্য চার বিধানসভার সঙ্গে বুধবার উত্তর ২৪ পরগনার হাড়োয়া ও নৈহাটি বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ হয় । সকালের প্রথম দু’ঘণ্টায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হলেও বেলা বাড়তেই সেই ছবিটা বদলে যায় । বিভিন্ন প্রান্ত থেকে ছাপ্পা ভোট ও বিরোধী এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ আসতে থাকে । দিনের সবচেয়ে বড় অশান্তির খবর মিলেছে হাড়োয়ার দাদপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর বহিরা, সাহাজিপাড়া, মোড়লপাড়া, মিস্ত্রিপাড়া, মানিকপুর, সরদারপাড়া, গাইনপাড়া, বামিগাছি, ভাগ্যবন্তপুর ও ধোকরা গ্রাম থেকে ।