হেমতাবাদের পার্সেল বোমা বিস্ফোরণকান্ডে ধৃত টোটোচালক রঞ্জন রায়ের ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত ৷ সোমবার ধৃত ব্যক্তিকে রায়গঞ্জ আদালতে পেশ করে হেমতাবাদ থানার পুলিশ ৷ রঞ্জনের ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায় পুলিশ ৷ সিজিএম আদালতের বিচারক সেই আবেদন মঞ্জুর করেন ৷ হেমতাবাদ থানার পুলিশ ধৃত রঞ্জন রায়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 286/336 ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য সংক্রান্ত নির্দিষ্ট ধারাতেও মামলা দায়ের হয়েছে ৷