তামিলনাড়ুর বিরুধুনগর জেলার ভেম্বকোট্টাই এলাকায় বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। মৃত কমপক্ষে ১০ জন শ্রমিক। গুরুতর আহত ৭ জন। শনিবার দুপুরে ঘটনাটি ঘটে । কারখানার মালিক ও ম্যানেজারের খোঁজ করছে স্থানীয় পুলিশ। বিরুধুনগরের বেসরকারি বাজি কারখানায় দুপুরের দিকে ফ্যান্সি বাজির মশলা মেশানোর কাজ চলছিল। সেই সময়ই সেই ইউনিটে বিস্ফোরণ হয়। ভেঙে পড়ে তিন চারটি ঘরও। স্থানীয় বাসিন্দা ও কর্মীদের অনুমান মশলা মেশানোর সময় মানুষের ভুলেই দুর্ঘটনাটি ঘটেছে। তামিলনাড়ির বিরুধুনগর ও উত্তরপ্রদেশের শিবকাশি গোটা দেশের সারা বছরের বাজির চাহিদার ৯০ শতাংশ পূরণ করে থাকে। তামিলনাড়ুতে বাজি প্রস্তুতকারক সংস্থাকে লাইসেন্স পেতে ও কারখানা চালাতে পরিবেশ দফতরের সব ধরনের নিয়ম পালন করতে হয়। তবে লাইসেন্স থাকলেও দুর্ঘটনাগ্রস্থ কারখানার কাজের পদ্ধতি ও কর্মীদের নিরাপত্তার দিকটি নিয়ে আগেও প্রশ্ন উঠেছে। শনিবারও প্রশ্ন ওঠে মশলা মেশানোর ইউনিটে একসঙ্গে দুজন থাকতে পারেন। সেখানে প্রায় আটজন কী করছিলেন। ঘটনায় মৃত ১০ জনের পরিবারকে ৩ লক্ষ টাকা করে সাহায্যের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। ইতিমধ্যেই কারখানার মালিক ও ম্যানেজারের নামে অভিযোগ দায়ের করে একটি মামলাও শুরু হয়েছে।