উত্তর প্রদেশের মোরাদাবাদ-আগ্রা হাইওয়েতে ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ১০ জন। বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। মোরাদাবাদ শহর থেকে ১৮ কিলোমিটার দূরে হুসেনপুর পুলিয়া এলাকায় ভয়ঙ্কর ভাবে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষের পর দ্রুত গতিতে আসা ওরও একটি গাড়ি ধাক্কা মারে। পরপর তিনটি গাড়ি একই জায়গায় ধাক্কা মারে বলে জানা গিয়েছে। উদ্ধারকাজ এখনও চলছে। ইতিমধ্যেই ফরেন্সিক দল ঘটনাস্থলে পৌঁছেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ওভারটেক করতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল বাসটি। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। এবং আহতদের চিকিত্সায় ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হবে বলে ঘোষণা করেছেন যোগী আদিত্যনাথ।


