কলকাতা

হাওড়া ব্রিজে বাস দুর্ঘটনা, আহত ১০

হাওড়া ব্রিজে বাস দুর্ঘটনা। তীব্র যানজটে নাকাল হতে হয় যাত্রীদের। আর পাঁচটা দিনের মত শুক্রবার দুপুরে স্বাভাবিক গতিতেই হাওড়া ব্রিজের উপর দিয়ে চলছিল যান চলাচল। কিন্তু হঠাৎই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গিয়ে ধাক্কা মারে ব্রিজের লোহার স্তম্ভে। দুমড়ে যায় বাসের সামনের অংশ। আহত হন কম পক্ষে ৮ থেকে ১০ জন। মেটিয়াবুরুজ থেকে হাওড়া আসছিল ১২/এ রুটের একটি বেসরকারি বাস। প্রতক্ষ্যদর্শীদের মতে ও বাসের অন্যান্য যাত্রীদের অভিযোগ, ব্রেক ফেল হওয়ার কারণেই ড্রাইভারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বাসটি। আর লোহার স্তম্ভে গিয়ে ধাক্কা মারে। ব্যস্ত সময়ে দুর্ঘটনার কারণে সেতুর উপর যানজট তৈরি হয়। স্থানীয়রাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগায়। পরে পৌছায় পুলিশ। পুলিশ ব্রেকডাউন ভ্যান দিয়ে বাসটি সরিয়ে নিয়ে যায়। আপাতত হাওড়া ব্রিজের পরিস্থিতি নিয়ন্ত্রণে।