জেলা

হিঙ্গলগঞ্জে বিজেপিতে বড়সড় ভাঙন, তৃণমূলে যোগ দিলেন বুথ সভাপতি সহ ১০০জন নেতা-কর্মী

ফের হিঙ্গলগঞ্জে বিজেপির বড়সড় ভাঙন। মিছিল করে তৃণমূলের বিজয় সম্মেলন বুথ সভাপতি সহ ১০০ জন বিজেপির নেতা-কর্মী যোগদান করলেন তৃণমূলে। পাশাপাশি সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে নিয়ে কটাক্ষ তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের। তিনি বলেন, এটা সিপিএমের চরিত্র। উত্তর ২৪ পরগনা হিঙ্গলগঞ্জ বিধানসভায় সোমবার বিজয়া সম্মেলন অনুষ্ঠানে হাজির ছিলেন বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায় সহ বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, দেবেশ মণ্ডল সহ অন্যান্যরা। এদিন বিজেপির সহ-সভাপতি সুরজিৎ দাস, বিশ্বজিৎ মুণ্ডা সহ-শতাধিক বিজেপি নেতাকর্মী সমর্থক তৃণমূলের যোগদান করেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল নেতারা। এ বিষয়ে পার্থ ভৌমিক বলেন, পুলিশ তদন্ত করছে অভিযোগ হলে ঠিক বেরিয়ে আসবে। কৃষ্ণনগরে দেখলেন না ওদের এক কর্মী ধর্ষণ করে খুন করে দিয়েছে। এটা ওদের চরিত্র। বিশপুর অঞ্চল সহ-সভাপতি দলত্যাগী বিজেপি নেতা সুরজিৎ দাস বলেন, আজকের শুভ দিন বিজয়া সম্মেলনী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের শরিক হয়ে আজকে এই দলে যোগদান করলাম। পাশাপাশি বিজেপি থেকে সম্মান পাচ্ছিলাম না, কাজও করতে পারছিলাম না।