কলকাতা

হনুমান জয়ন্তীর মিছিল ঘিরে অশান্তি রুখতে কলকাতায় এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাশাপাশি মোতায়েন থাকছে এক হাজার পুলিশ

 হাওড়ায় রামনবমীর মিছিল ঘিরে অশান্তির ঘটনা ঘটেছিল। বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর মিছিল নিয়ে তাই সতর্ক পুলিশ। হনুমান জয়ন্তীর মিছিল ঘিরে অশান্তি রুখতে কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেওয়ার জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার কলকাতায় এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। পাশাপাশি এদিন কলকাতায় এক হাজার পুলিশ মোতায়েন থাকবে বলে জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফে। কলকাতা পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার হনুমান জয়ন্তী উপলক্ষে কলকাতায় প্রায় ৬টি শোভাযাত্রা বের হওয়ার কথা রয়েছে। পাশাপাশি শহরের প্রায় ৮০টি মন্দিরে হনুমান পুজো হবে বলে জানা গিয়েছে। তাই আইনশৃঙ্খলা বজায় রাখতে এদিন কলকাতার রাস্তায় অন্তত এক হাজার পুলিশকর্মী মোতায়েন রাখা হবে। শহরের ৫০টি জায়গায় অতিরিক্ত সিসিটিভি বসানো হবে। পুলিশ সূত্রের খবর, হনুমান জয়ন্তীর প্রতিটি মিছিলে কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার এবং ডেপুটি কমিশনারের পদমর্যাদার আধিকারিকরা উপস্থিত থাকবেন। শুধু তাই নয় রাস্তায় কর্তব্যরত প্রত্যেক পুলিশকর্মীর ইউনিফর্মের সঙ্গে বডি ক্যামেরা লাগানো থাকবে। মিছিলে নজরদারি চালানোর পাশাপাশি ভিডিও রেকর্ড করা হবে মিছিলের গতিবিধির। যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রয়োজনে ব্যারিকেড এবং গার্ডরেল লাগানো হবে। হাওড়া, নিমতলা, শম্ভুনাথ পণ্ডিত রোড এবং ব্রাহ্মসমাজ লেনে পৃথক হনুমান জয়ন্তী মিছিলের পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে। কলকাতা পুলিশের তরফে জারি করা নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি মিছিলে সর্বোচ্চ ১০০ জনকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে।