কাকভোরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ১২ জনের। জখম ১১। আজ, বুধবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভরতপুরে। রাজস্থানের পুষ্কর থেকে উত্তরপ্রদেশের বৃন্দাবনের দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। তেল শেষ হয়ে যাওয়ায় রাজস্থানের ভরতপুরের লক্ষণপুরে একটি উড়ালপুলে দাঁড়ায় বাসটি। সেই কারণে ওই বাস থেকে নেমে রাস্তার উপর দাঁড়িয়ে ছিলেন বেশ কিছু যাত্রী। তখনই দ্রুত গতিতে আসা একটি ট্রাক পিষে দেয় ওই বাস যাত্রীদের। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১১ জনের। জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় ১২ জনকে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এক জনের। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। মর্মান্তিক এই দুর্ঘটনার খবরে শোকপ্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন তিনি। এছাড়াও জখমদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হবে বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। এছাড়াও আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। শোকপ্রকাশ করে তিনি জানিয়েছেন, মৃতদের মধ্যে গুজরাতের কয়েকজন তীর্থযাত্রী ছিলেন। তাঁদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে।