দেশ

রাজৌরিতে যৌথ বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই, শহিদ এক জওয়ান

জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার নারলাতে উত্তেজনা। গতকাল, মঙ্গলবার থেকেই ওই এলাকায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলছে নিরাপত্তা বাহিনী ও পুলিশের। সেই অভিযানে শহিদ হয়েছেন এক ভারতীয় জওয়ান। জখম তিন, যার মধ্যে রয়েছেন একজন পুলিশ আধিকারিক। এক জঙ্গিকে খতম করা গিয়েছে। সূত্রে খবর, আরও দুই জঙ্গি ওই এলাকায় লুকিয়ে রয়েছে।