কলকাতা

এবার রাজভবনে করোনা আতঙ্ক, জ্বরে আক্রান্ত ১২ জন কর্মী

এবার রাজভবনে ছড়াল কোরোনা আতঙ্ক ৷ একসঙ্গে ১২ জন কর্মী জ্বরে আক্রান্ত হয়েছেন৷ প্রত্যেককেই কোয়ারানটিনে রাখা হয়েছে ৷ বাকি ৭ জন কর্মীকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ রাজভবন সূত্রে খবর, গত কয়েকদিন ধরে রাজভবনের ক্যান্টিন, পোস্ট অফিস এবং বাগানের কয়েকজন মালি জ্বরে আক্রান্ত। সকলকে কোয়ারানটিনে রাখা হয়েছে ৷ পাশাপাশি রাজভবনের কোয়ার্টারগুলিতে যে সমস্ত কর্মচারী থাকেন তাঁদেরও উপযুক্ত সুরক্ষা বলয়ের মধ্যে রাখা হয়েছে বলে জানানো হয়েছে । তবে, বাগানের মালিদের নিয়ে বেশি চিন্তিত রাজভবন কর্তৃপক্ষ। কারণ, তাঁরা নিয়মিত রাজভবনের বিভিন্ন অফিসে যাওয়া আসা করেন। আগামীকাল রাজভবনের কর্মীদের অ্যান্টিবডি টেস্ট হবে বলে জানানো হয়েছে।