দেশ

সরকারকে ১.৭৬ লক্ষ কোটি টাকা হস্তান্তরের সিদ্ধান্ত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র

২০১৮-২০১৯ আর্থিক বছরের উদবৃত্তসহ সংরক্ষিত মূলধন খাতে থাকা অর্থ সরকারের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) । বিপুল এই অর্থের পরিমাণ ১.৭৬ লাখ কোটি টাকা । যার মধ্যে ২০১৮-২০১৯ আর্থিক বছরের উদবৃত্ত বাবদ ১২৩৪১৪ কোটি টাকা এবং মূলধন খাত থেকে আরও ৫২৬৩৭ কোটি টাকা সরকারকে দিতে চলেছে  আরবিআই। গতকাল আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাসের নেতৃত্বে কেন্দ্রীয় পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় । আরবিআই জুন-জুলাই মাসকে নিজেদের আর্থিক বছর হিসাবে ঘোষণা করেছে । বার্ষিক অ্যাকাউন্টের হিসাব চূড়ান্ত হলে অগাস্টে আর্থিক বছরের উদবৃত্ত ঘোষণা করা হয় ।

২০১৩-২০১৪ আর্থিক বছর থেকে আরবিআই তাদের মোট লাভের ৯৯.৯৯ শতাংশ সরকারের হাতে তুলে দিচ্ছে