আরামবাগে ১৪ জনের ডাকাত দলের কাছ থেকে উদ্ধার হল নগদ অর্থ সহ একাধিক অস্ত্রশস্ত্র। তাদের গ্ৰেপ্তারির ঘটনায় আজ সাংবাদিক বৈঠক করলেন হুগলি জেলার পুলিস সুপার। এদিন সাংবাদিক সম্মেলনে জানানো হয়, ৪জন মহিলা সহ ১৪ ডাকাতের কাছ থেকে প্রচুর পরিমাণে সোনা, রুপো, গয়না, আগ্নেয়াস্ত্র, ১৬টিমোবাইল ফোন ও আরও অনেক উন্নত মানের ডাকাতির সরঞ্জাম উদ্ধার হয়েছে। ডাকাত দলের সদস্যদের এদিন আদালতে তোলা হলে তাদের মধ্যে দশজনকে দশ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ডাকাত দলের কাছ থেকে উদ্ধার হয়েছে চারটে বন্দুক ,৩৬ রাউন্ড গুলি , এক লক্ষ ৬০ হাজার টাকা, ৫০০ গ্ৰাম সোনা ১.৫০কিলো রুপো , ইলেকট্রিক কাটার সহ একাধিক যন্ত্রপাতি। ঘটনায় দশজনকে পুলিস হেফাজতে নেওয়া হয়েছে। বাকি চারজনের ১০ দিনের জেল হেফাজত। ডাকাতদলের প্রত্যেকেরই বাড়ি উত্তরপ্রদেশে। পুলিস সুপার জানান, দুষ্কৃতীদের ধরতে আরামবাগের যেসব পুলিস অফিসাররা যুক্ত ছিলেন তাদের পুরস্কৃত করা হবে । পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে, এত বড় একটা ডাকাত দলকে ধরার সাফল্য থাকলেও ঘটনার তদন্ত করা হচ্ছে।