স্বাস্থ্য সাথী প্রকল্প থেকে অপসারিত রাজ্যের ১৪২টি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান। সাময়িকভাবে প্রকল্পের আওতার বাইরে রাখা হয়েছে এই স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিকে। ৩ স্বাস্থ্য প্রতিষ্ঠানকে অনিয়মের অভিযোগে সাসপেন্ড করেছে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, ৪টি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে রোগী ভর্তি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও স্বাস্থ্যক্ষেত্রে অনিয়ম, নেই প্রয়োজনীয় পরিকাঠামো। কোনও হাসপাতালে আবার ভর্তি-সহ একাধিক ত্রুটি। আবার কোথাও মানা হচ্ছে না স্বাস্থ্যসাথীর নির্দিষ্ট গাইডলাইন। এমন একাধিক অভিযোগে এবার স্বাস্থ্য সাথী প্রকল্প থেকে সরিয়ে দেওয়া হল কলকাতার ৪টি বেসরকারি হাসপাতাল-সহ রাজ্যের মোট ১৪২টি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে। স্বাস্থ্য দফতরের নিজস্ব তদন্তে দেখা গিয়েছে যে একাধিক হাসপাতালে প্রয়োজনীয় পরিকাঠামোটুকুও নেই। তার উপর বেশ কয়েকটি হাসপাতাল স্বাস্থ্যসাথীর নির্দিষ্ট নিয়মও মানছে না বলে দেখা গিয়েছে। এরমধ্যে ৪টি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে সাসপেন্ড করা হয়েছে এবং আরও ৪টি প্রতিষ্ঠানে তদন্ত চলছে বলে এই মুহূর্তে রোগী ভর্তি বন্ধ রাখতে বলা হয়েছে।
