কলকাতা

তৃণমূলের বিক্ষোভের সামনেই শুভেন্দুর নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচি বিজেপির

১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে বুধবার থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা চত্বরে থাকা ডঃ বিআর আম্বেদকরের মূর্তির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তৃণমূল বিধায়ক ও বিধায়িকারা। তৃণমূল সুপ্রিমো ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব কালো পোশাক করে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। বৃহস্পতিবার দেখা গেল বিধানসভায় থাকা ডঃ বিআর আম্বেদকরের মূর্তির সামনে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভের সামনেই প্রতিবাদ কর্মসূচি শুরু করেছে বিজেপি। তৃণমূলের বিক্ষোভের ঠিক উল্টোদিকে বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রতিবাদ জানাচ্ছেন বিজেপির বিধায়ক ও বিধায়িকারা। তাঁদের হাতে থাকা পোস্টারে তৃণমূল ১০০ দিনের টাকা চোর বলেও লেখা ছিল।